মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বাংলানিউজের।
একটি বিবৃতিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মৃদ্যু উপসর্গ রয়েছে। তিনি আইসোলেশনে থেকে তার দায়িত্ব পালন করবেন। এরইমধ্যে দুবার করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বাইডেন। তিনি ফাইজারের করোনার মুখে খাওয়ার বড়ি প্যাক্সলোভিড খাওয়া শুরু করেছেন।
ক্যানসারে আক্রান্ত বাইডেন : জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন করে ছড়িয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে একটি কয়লা খনি পরিদর্শনের পর দেওয়া ভাষণে বাইডেন জানান, তিনি ক্যানসারে আক্রান্ত।
তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, জো বাইডেন ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। গত বছরের জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই সেই রোগের চিকিৎসা করান তিনি এবং সুস্থ হয়ে ওঠেন।