করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহী। স্কিল ক্যাম্পে ২৭ জনের মধ্যে বাকিদের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। গত মঙ্গলবার স্কিল ক্যাম্পের সব ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। পরদিন বিসিবির দেওয়া বিবৃতিতে আবু জায়েদের পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করা হয়। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, বোর্ডের তত্ত্বাবধানে এই বোলারকে আইসোলেশনে রাখা হয়েছে। ‘আইসোলেশনে নির্দেশনা অনুযায়ী তার চিকিৎসা চলবে। এবং যথাযথ সময়ে পরবর্তী পরীক্ষা করানো হবে।’ আশানুরূপ পারফরম্যান্সে বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত একাদশের একজন হয়ে উঠেছেন আবু জায়েদ। ২০১৮ সালে লাল বলের ক্রিকেটে অভিষেক হওয়া এই পেসার এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে নিয়েছেন ২৪ উইকেট।