ভারতে বসবাস করা বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার এক টুইটে তসলিমা নিজেই তার কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর জানান এবং এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন। টুইটে তসলিমা লেখেন, আমি এক বছরের বেশি সময় ধরে আমার বাড়ির বাইরে যাইনি। কাউকে আমার বাড়িতে ঢুকতেও দেইনি। বাড়িতে একটি বিড়ালের সঙ্গে আমি একা থেকেছি এবং তারপরও আমি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছি। যদি জানতে পারতাম কীভাবে আমি আক্রান্ত হলাম। খবর বিডিনিউজের। তবে কবে তিনি পরীক্ষা করিয়েছেন বা তার শরীরিক অবস্থা এখন কেমন সে বিষয়ে তিনি টুইটে কিছু জানাননি। তসলিমা নাসরিনের কিছু লেখা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে অভিযোগ তুলে তার বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন শুরু হওয়ায় ১৯৯৪ সালে তিনি দেশ ত্যাগে বাধ্য হন। বর্তমানে তিনি ভারতে বসবাস করছেন।