করোনায় আক্রান্ত কারিশমা কাপুর

| শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি জানিয়েছেন তার বোন অভিনেত্রী কারিনা কাপুর। গত বৃহস্পতিবার একটি স্টুডিওতে কাজলের সঙ্গে দেখা হয় কারিনার। এ সময় দুজনে বেশ কিছুকক্ষণ কথা বলেন। দীর্ঘ দিন পর দেখা হওয়ায় একে অপরের পরিবারের খোঁজ নেন তারা। খবর বাংলানিউজের।
কথার প্রসঙ্গে করোনা ভাইরাসের বিষয় ওঠে। এ সময় কারিনা বলেন, আমার পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। ‘লোলো’ (কারিশমার ডাক নাম) গতকাল করোনায় আক্রান্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদুল আজহায় একাই সিনেমা মুক্তি দিতে চান অনন্ত জলিল
পরবর্তী নিবন্ধফকির আলমগীরের নামে সড়কের নামকরণ