করোনার ব্যাগভর্তি টিকা চুরি, চিঠি লিখে ফেরত দিল চোর!

| শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ১১:৫১ পূর্বাহ্ণ

চুরি করে নিয়ে যাওয়া ব্যাগভর্তি করোনাভাইরাসের টিকা চিঠি লিখে ফেরত দিয়ে গেছে চোর। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভারতের হরিয়ানায় এ ঘটনা ঘটেছে। ব্যাগটিতে করোনাভাইরাসের ১৭ হাজারেরও বেশি টিকা ছিল। চিঠিতে চোর লিখেছে, ব্যাগের ভেতরে যে টিকা ছিল চুরির সময় সে জানত না। কোভিশিল্ড ও কোভ্যাঙিনের ডোজ ফেরত দিয়ে হিন্দিতে চোর লিখেছে, ‘সরি, আমি জানি না এতে করোনার ভ্যাকসিন রয়েছে।’ জিনদ জেনারেল হাসপাতালের স্টোররুম থেকে ব্যাগটি চুরি হয়েছিল। পুলিশ চোরকে ধরার চেষ্টা করছে এবং এ ঘটনায় একটি মামলা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, দুপুরের দিকে সিভিল লাইন্স থানার বাইরে একটি চায়ের দোকানের এক ব্যক্তির কাছে ব্যাগটি জমা দেয় চোর। এ সময় চোর ওই ব্যক্তিকে জানায়, সে পুলিশের জন্য খাবার সরবরাহ করে এবং তাকে অন্য আরেক জায়গায় খাবার নিয়ে যেতে হবে।

পূর্ববর্তী নিবন্ধএমন কীর্তি প্রথম গড়ল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধএভারেস্টেও করোনাভাইরাস