চট্টগ্রাম শুধু ব্যাণিজ্যিক শহর নয় জাতীয় অর্থনীতির প্রাণ কেন্দ্র এই চট্টগ্রাম। যেখানে সংযুক্ত আছে চট্টগ্রাম বন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, পর্যটন কেন্দ্র সী বিচ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কেইপিজেড, সিইপিজেড। রফতানি প্রক্রিয়াকরণএলাকা দেশের অর্থনীতি প্রতিনিয়ত সমৃদ্ধ থেকে সমৃদ্ধিশালী করে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে এ দেশের অন্যতম নির্ভরশীল হিসেবে পরিচিতি লাভ করেছে এ দেশের পোশাক শিল্প। মাইলের মাথা ব্যারিস্টার কলেজ থেকে রাস্তার দুই পাশে বাজার কাঁচা বাজারের আড়ত ময়লা আবর্জনা দু’পাশে ভরা। ফ্লাইওভার এর কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে। এখন বর্ষাকাল। দুই তিন ঘণ্টা বৃষ্টিতে এক হাঁটু থেকে কোমর-গলা পানিতে যেমনই সাধারণ মানুষ তেমনই হাজার হাজার শ্রমজীবী নারী পুরুষের মানুষের দুর্ভোগ। বৃষ্টিতে ভিজে হাটু কোমর পানি বেয়ে ছুটতে হচ্ছে কর্তব্যরত শিল্প কারখানার লোকদের। দিন দিন বেড়ে চলছে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক কোম্পানি শ্রমিকদের যাতায়াতের কোন সুব্যবস্থা রাখেনি। হাঁটার কোন জো নেই। ঐ রাস্তাগুলোতে চলাচল করে বিভিন্ন শিল্প কারখানার লোকজন। দোকানপাট থেকে শুরু করে কাঁচা বাজার, ফুটপাতে হাঁটাচলার ও রাস্তায় হকারদের যত্রতত্র দোকানপাট সাজিয়ে বসা, দূরত্ব বজায় রাখা তো দূরের কথা পিঁপড়ের মতো অবাধ চলাচল, রাস্তার দুপাশে হাজার হাজার গাড়ি , ঘণ্টার পর ঘণ্টা জ্যাম। কিছু কিছু ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী দেখেও দেখে না, আবার আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে যত অনিয়ম করে এই সময়ে। যেখানে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা সেখানে কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। এই মহামারীতে শিল্প এলাকায় যাতায়াতের সু-ব্যবস্থা করে আশেপাশের পরিবেশ পরিস্থিতি সব কিছু তদারকি করে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।