করোনার দ্বিতীয় ধাপে সতর্কতার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে

উরকিরচরে সাংসদ ফজলে করিম

রাউজান প্রতিনিধি | সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১১:৪৭ পূর্বাহ্ণ

রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় শেখ কামাল কমপ্লেক্স পরিদর্শন ও উপজেলার উরকিরচর ইউনিয়নে দুই প্রয়াতের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে বলেন, করোনাকালে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এই মহামারিতে আমরা অনেক আপনজনকে হারাচ্ছি। দেশ করোনার দ্বিতীয় ধাপ পার করছে। তাই সবাইকে সতর্কতার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে। তাছাড়া এই শীতে বয়স্ক নারী পুরুষ ও শিশুদের প্রতি বাড়তি যত্নবান হতে হবে। গতকাল রোববার তিনি উরকিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ শফিকুল ইসলাম ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলামের ভাই হারপাড়া গ্রামের শেখ জহিরুল ইসলাম ও সোহ্‌ওয়াদী মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডা. উত্তম কুমারের মা রেণুকা প্রভা বড়ুয়ার দক্ষিণ ঢাকাখালী বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় সাথে ছিলেন অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, ডা. উত্তম কুমার বড়ুয়া, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসরকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধশিশুসাহিত্যিকরা অনুকরণীয় ভূমিকা পালন করছেন