করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানতেই হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নগরবাসীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। বিবৃতিতে তিনি আরও বলেন, মাস্ক ছাড়া কোনভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না এবং যথাযথ নিয়ম অনুসরণ করে মাস্ক পরিধান করতে হবে। এছাড়াও পতেঙ্গা সী-বিচসহ সকল বিনোদন কেন্দ্রে ভ্রমণ পরিহার করা, সভা-সমাবেশ র্যালি ও লোক সমাগম হয় এমন আচার-অনুষ্ঠান পরিহার করা, কউিনিটি সেন্টার ও কনভেনশন হলে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে একশত জনের বেশি মানুষের আপ্যায়ন না করা এবং উক্ত অনুষ্ঠানস্থলসমূহে যথাযথভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।