সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, বিশেষজ্ঞদের মতে করোনা দ্বিতীয় ঢেউ শুরু হতে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে করোনা ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য সরকারের পাশাপাশি পাবলিক উদ্যোগে সকলকে এগিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক নগরভবনের সম্মেলন কক্ষে ওয়াটার এইড ও ডিএসকের যৌথ উদ্যোগে চসিক পরিচ্ছন্ন কর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদানকালে চসিক প্রশাসক একথা বলেন। ডিএসকের পক্ষ থেকে চসিক পরিচ্ছন্ন বিভাগের সেবকদের জন্য ৯ হাজার ৮শত মাস্ক ও ৩ হাজার ২শত হ্যান্ড গ্লাভস প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চসিক পরিচ্ছন্ন বিভাগের অতিরিক্ত প্রধান কর্মকর্তা মো. মোরশেদ আলম, ডিএসকের প্রকল্প কর্মকর্তা আরেফাতুল জান্নাত, প্রজেক্ট অফিসার উজ্জল শিকদার। তাছাড়া চসিকের পরিচ্ছন্ন সেবকদের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের নিকট রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউনের পক্ষ থেকে ৭শত পিস মাঙ প্রদান করা হয়। এসময় চসিক সচিব আবু সাহেদ চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান দিদারুল আলম, সহসভাপতি রোটারিয়ান আবুল কালাম আজাদ, সচিব রোটারিয়ান ফরহাদুল ইসলাম, রোটার্যাক্টর পিপি এরশাদ উল্লাহ বাবলু বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।