করোনার টিকা মানুষের জন্য সহজলভ্য করে দিতে হবে

মতবিনিময় সভায় শাহাদাত

| রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনা মহামারীর মধ্যে মানুষ তাদের চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকারগুলো ঠিকমতো পাচ্ছে না। সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবে তা ব্যাহত হয়েছে। অতি সাধারণ মানুষগুলো তাদের স্বাস্থ্য সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এমতাবস্থায় করোনার টিকা মানুষের জন্য সহজলভ্য করে দিতে হবে। বেসরকারি খাতে দিয়ে হলেও মানুষ যাতে এই টিকা সহজভাবে পায় তার ব্যবস্থা নিতে হবে। তিনি গত ১৫ জানুয়ারি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে মহানগর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা ছিলেন কেন্দীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান। বিশেষ বক্তা ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও বেলায়েত হোসেন বুলুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, আনু মোহাম্মদ শামীম আজাদ, জামির হোসেন, ইয়াছিন আলী, শওকত আজম খাজা, সাদরেজ জামান, হাসান বিন শফিক সোহাগ, এম জি মাসুম রাসেল, সাইদুর রহমান মামুন, সরোয়ার আলম সারু, মহসিন চৌধুরী রানা, রফিকুল ইসলাম, সরোয়ার উদ্দীন সেলিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধনির্বাচিত হলে সংস্কৃতিবান্ধব নগরী গড়ব