নগরীর ইপিজেডে কানাডিয়ান বহুজাতিক মাইডাস সেফটির অঙ্গপ্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড প্রটেকশন লিমিটেডের ১ হাজার শ্রমিককে টিকার আওতায় এনেছে প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার এই টিকা প্রদান অনুষ্ঠানটির উদ্বোধন করেন, প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মইনুল হোসেন। এ সময় তিনি বলেন, করোনা মহামারি শুরু থেকে এখন পর্যন্ত আমরা আমাদের কারখানায় শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছি। এবং আমরা তাদের সকল সুবিধাগুলো নিশ্চিত করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের শ্রমিক ও কর্মীদের টিকার আওতায় আনার ব্যবস্থা করেছি। এ সময় আরো উপস্থিত ছিলেন মাইডাস সেফটি বাংলাদেশের মাসুদুল হাসান, আবু নাসের মো. হেলাল, মেহেদী হাসান, মোহাম্মদ আরিফ খান, অতনু গুপ্ত, আশরাফুল করিম, গোলাম রহমান, কৌশিক সাহা, রুবেল বড়ুয়া, প্রনব সেন সহ কোমপানির অন্যান্যরা। প্রেস বিজ্ঞপ্তি।