চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী গতকাল মঙ্গলবার চসিক পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে কোভিড-১৯ প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ফজলে রাব্বি, কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিনা চৌধুরী, ডা. ইমাম হোসেন, ডা. দীপা ত্রিপুরা প্রমুখ। টিকা গ্রহণ শেষে মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন, কোভিড-১৯ মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমন্বিত উদ্যোগে সাফল্যের সাথে পরিস্থিতি সামাল দিয়েছে। একইভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ টি ওয়ার্ডে কোভিড-১৯ প্রতিষেধক টিকা প্রদানের প্রাথমিক লক্ষ্যমাত্রা ইতোমধ্যেই পূরণ করেছে এবং চূড়ান্ত সফলতা অর্জন প্রচেষ্টা চলমান করেছে।
তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, কোভিড-১৯ প্রতিষেধক টিকা গ্রহণের ব্যাপারে বিশেষ মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার ও গুঞ্জন ছড়াচ্ছে। যার কোন ভিত্তি নেই। তিনি নগরবাসীর টিকা গ্রহণের রেজিস্ট্রেশন ভুক্ত হবার আহ্বান জানিয়ে বলেন, এজন্য আমরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। এতে হেলা-ফেলা করার কোন অবকাশ নেই। যারা টিকা গ্রহণ করেছেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এবং নিজের ও অন্যের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ চলমান রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।