বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, গতকাল সোমবার চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা ভাইরাসের টিকা নেন। টিকা নেওয়া শেষে তিনি সকলকে করোনাভাইরাসের টিকা নেয়ার আহ্বান জানান। এছাড়া দেশের জনসাধারণের জন্য করোনা টিকা নেওয়ার সুব্যবস্থা করায় চা বোর্ড চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।