মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার (১৯ জুলাই) বিকাল ৪টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে তিনি টিকা নেন। বিডিনিউজ
খালেদা জিয়া হাসপাতালে গেলেও গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতেই টিকা দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সেখানে সাংবাদিকদের বলেন, “টিকার ব্যাপারে উনার কোনো চয়েজ নেই, এখানে মডার্না দেওয়া হচ্ছে, সেই টিকাই তিনি নিয়েছেন।”
খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান অধ্যাপক জাহিদ।
টিকা নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন বিকাল সাড়ে ৪টায় গুলশানের বাসায় ফিরে যান। তার সঙ্গে জাহিদ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ চেয়ারপারসনের কর্মকর্তারা ছিলেন।