বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইএফআরসির সহযোগিতায় রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতায় গতকাল রাঙ্গুনীয়া পৌরসভা হলরুমে কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র ও পঙ্গুদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনীয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আব্দুল জব্বার।
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মো. আনোয়ার আজম, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সোসাইটির কমিনিকেশন বিভাগের জুনিয়র সহকারী পরিচালক মোল্লা তৌহিদুল ইসলাম, আবিরুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, কোভিড-১৯ সময়ে ক্ষতিগ্রস্তদের নগদ তথ্য বিতরণ যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। মানবতার কল্যাণে রেড ক্রিসেন্ট সকল কার্যক্রম এখন রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












