আতিক শাহরিয়ার মাহি। স্বপ্নচারী, টগবগে তরুণ। মিষ্টভাষী এই তরুণের দুই চোখ ভরা স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা গ্রহণ করে বাবার স্বপ্নপূরণ করবেন। এ স্বপ্ন লালন করেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। পিতা পটিয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল, মাতা মোহছেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানার একমাত্র পুত্র মাহি। কিন্তু করোনার কাছে হেরে গেল স্বপ্ন। নিভে গেল স্বপ্নচারীর জীবন।
মাত্র ১৯ বছর বয়সেই সব শেষ। একমাত্র পুত্রের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ আইয়ুব বাবুল ও চাঁদ সুলতানা। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই স্বজনদের।
মাহির পিতা পৌর মেয়র আইয়ুব বাবুল জানান, তার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাবেন ছেলেকে। ছেলের স্বপ্ন ছিল সামরিক অফিসার হবে। স্বপ্নের বাস্তব রূপ দিতে সে পটিয়া সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সক্রিয় সদস্য ছিল। আমার একমাত্র ছেলে মাহির স্বপ্ন আর পূরণ হলো না।
মাহির পারিবারিক সূত্রে জানা যায়, তিনি করোনা পজিটিভ হয়ে বেশ কিছুদিন ধরে পটিয়া ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে রাত পৌনে ১টার দিকে কুমিল্লায় মারা যান তিনি।
২০২০ সালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেন মাহি। তিনি পটিয়া সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মাহির মৃত্যুর সংবাদ শুনে তার বন্ধু মহল, পরিচিতজন, আত্মীয়-স্বজন ও শুভকাক্সক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল মঙ্গলবার বাদ জোহর পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে আদালত মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাহির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, বিজন চক্রবর্তী, বিজিএমইএর সাবেক সহসভাপতি মো. নাছির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা সেলিম নবী, আওয়ামী লীগ নেতা এম এ রহিম, সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা।