করোনার কাছে শেষ পর্যন্ত হেরে গেলেন জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবউদ্দিন। আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ।
তাঁর মেয়ের জামাতা ব্যবসায়ী রইসুল উদ্দিন সৈকত জানান, গত ২৮ মার্চ তিনি করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হন। সাথে সাথে তাঁকে নগরীর পাঁচলাইশস্থ ডেল্টা কেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে প্রথম দফায় তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়।
কিন্তু গত ৪ এপ্রিল হঠাৎ তাঁর অক্সিজেন লেভেল কমতে থাকে। দ্রুত তাঁকে ডেল্টা কেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। এর পূর্বে গত তিন দিন আগে গত ২০ এপ্রিল করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে তাঁর। এরই মধ্যে আজ শুক্রবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন।
মো. সাহাবউদ্দিন মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের মরহুম হাফেজ আহমদের প্রথম পুত্র। তাঁর জামাতা ব্যবসায়ী রইসুল উদ্দিন সৈকত জানান, পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছিল করোনা পরিস্থিতির কারণে গ্রামের বাড়ি মীরসরাইয়ে তাঁর একটি মাত্র জানাযা শেষে তাঁকে সেখানে দাফন করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় মীরসরাই উপজেলার মলিয়াইশস্থ নিজগ্রামে ওই জানাযার পর তাকে সেখানে রাষ্ট্রীয় সম্মান জানাবে প্রশাসন।
তবে মুক্তিযোদ্ধা এবং বিশিষ্টজনদের অনুরোধে আজ বাদে জুমা নগরীর পাঁচলাইশস্থ মোহাম্মদপুর আবাসিক এলাকায় তার প্রথম নামাযে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।