কোভিডের উৎস অনুসন্ধান করতে অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) অনুমতি দিল চীন সরকার। আগামী বৃস্পতিবার হু-র তদন্তকারী দলটি যাবে চীনে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল চীনের উহান থেকে। ক্রমে সেই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের উৎস কী, তা নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক-বিতর্ক। এই বিষয়ে তদন্তের জন্য চাপও বাড়ছিল। সমালোচনার মুখে পড়তে হয় চীনকে। এখন নিজেদের অবস্থান থেকে সরে এসে তদন্তের অনুমতি দিল চীন।
চীনের সরকারি সংবাদপত্রে বলা হয়েছে, হু-র বিশেষজ্ঞ দলটি আসবে ১৪ জানুয়ারি। তবে এটা স্পষ্ট নয়, দলটি উহানে যাবে কিনা। এর আগে হু-র প্রতিনিধি দলটি তদন্তের জন্য চীনে গিয়েছিল। কিন্তু তাদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে অসন্তোষ তৈরি হয়। ৯ জানুয়ারি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ডেপুটি প্রধান জানান, উহানে হু-র তদন্তকারী দলের আসার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
২০১৯-এর নভেম্বরে উহানে করোনাভাইরাস ধরা পড়ে। ইতিমধ্যে বিশ্বে আক্রান্ত ৯ কোটিরও বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা প্রায় ২০ লাখ।
প্রথম মৃত্যু এক বছর আগে : ঠিক এক বছর আগে ১১ জানুয়ারি করোনা সংক্রমণে প্রথম মৃত্যু হয়েছিল চীনের উহানে। মৃত ৬১ বছর বয়সী বৃদ্ধ উহানের মাংসের বাজারে নিয়মিত যাতায়াত করতেন। এই মাংসের বাজারই ভাইরাসের উৎস বলে শোনা গিয়েছিল এক সময়। পরে অবশ্য অন্য তত্ত্ব উঠে আসে। চীন দাবি করে, চীনে প্রথম সংক্রমণ ধরা পড়লেও, দেশটি নভেল করোনাভাইরাসের উৎস নয়। তা হলে উৎস কোথায়! এ প্রশ্নের উত্তর এখনও অজানা।