করোনারি এনজিওগ্রাম প্যাকেজ ও স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় আজ থেকে

এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রাম

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রাম বিশেষ ছাড়ে এনজিওগ্রাম প্যাকেজ (সিএজি) এবং স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ ঘোষণা করেছে। করোনারি এনজিওগ্রাম (সিএজি) ও ফেস্টিভ হেলথ চেক প্যাকেজে চট্টগ্রামের বাসিন্দারা আজ থেকে ৯ জুন পর্যন্ত হাসপাতালে প্যাকেজ-অন্তর্ভুক্ত সেবাগুলো গ্রহণ করতে পারবেন।

করোনারি এনজিওগ্রাম (সিএজি) প্যাকেজে রোগীর ভর্তি, রুম ভাড়া, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ক্যাথ ল্যাব ফি, প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ, নার্সিং ফি, খাবার, পুষ্টিবিদের পরামর্শ ও এমআরডি ফি অন্তর্ভুক্ত। সাশ্রয়ী মূল্যে এই প্যাকেজের সেবাগুলো গ্রহণ করা যাবে।

ফেস্টিভ হেলথ চেক প্যাকেজের আওতায় সিলভার প্যাকেজ ও গোল্ড প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে। এ দুটো প্যাকেজের যে কোনো একটি গ্রহণ করলে রোগীর অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা সেবায় ১০% ছাড় দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে মোটর মেকানিক ফরিদ হত্যা মামলায় গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধনগরে ১৪ ব্যক্তিকে ৯৩ হাজার টাকা জরিমানা