পঞ্চম ও শেষবারের মত করোনাভাইরাস পরীক্ষায় পাকিস্তান শিবিরের সব ক্রিকেটারের ফলাফল নেগেটিভ এসেছে। ফলে নিউজিল্যান্ড সরকারের চূড়ান্ত অনুমতি সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে তারা।
গত রোববার করা পরীক্ষার পরদিন বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট। বিবৃতিতে তারা আরও জানায় ষষ্ঠ দিনের পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়া দলটির ক্রিকেটাররা কুইন্সটাউনে যাত্রার আগ পর্যন্ত আইসোলেশনেই থাকবেন। আজ মঙ্গলবার কুইন্সটাউনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা পাকিস্তান দলের। ১৮ ডিসেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সেখানে অনুশীলন করবে তারা। সফরে দুটি টেস্টও খেলবে পাকিস্তান। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে টেস্ট সিরিজটি।