নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন করোনামুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবের নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। সাবেক এই মেয়র বর্তমানে আন্দরকিল্লায় তাঁর বাসভবনে অবস্থান করছেন এবং শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন ঘনিষ্টজনরা।
সাবেক মেয়রের ঘনিষ্ঠ দুই যুবলীগ নেতা আজাদীকে জানান, বৃহস্পতিবার সকালে ৫ম দফায় নমুনা নেয় বিআইটিআইডি। পরে বিকেলের দিকে ফোনে জানানো হয় সাবেক মেয়রের করোনা রিপোর্ট নেগেটিভ। এর আগে গত ৩ নভেম্বর করোনা উপসর্গ নিয়ে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি হন আ জ ম নাছির উদ্দীন। ওইদিন করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হলে সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। পার্কভিউ হাসপাতালে তিনি ৮ দিন চিকিৎসা নেন। ১১ নভেম্বর হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরে আসেন। এর পর গত ১৮ নভেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়। তবে শারীরিক অবস্থা ভালো থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় চিকিৎসাসেবা নেন।