করোনামুক্ত নাসির উদ্দীন ইউসুফ

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৯:৩৯ পূর্বাহ্ণ

করোনাভাইরাস থেকে সেরে উঠলেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। গত ৩০ অক্টোবর করোনাভাইরাস শনাক্তের পরপরই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় রোববার তার দ্বিতীয়বারের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে এক বিবৃতিতে জানান তার মেয়ে এশা ইউসুফ। এশা বলেন, রিপোর্ট নেগেটিভ এলেও বাবার শরীর রোগমুক্ত নয়। গত সাতদিন যাবত জ্বর রয়েছে শরীরে। তিনবার মূত্র ও রক্ত পরীক্ষা করে কোনও ইনফেকশন পাওয়া যায়নি। একবার রক্ত কালচার করেছে কিন্তু কিছু না পাওয়াতে আবার রক্তের কালচার চলছে। ৭২ ঘন্টা পর ফলাফল পাওয়া যাবে। গতকাল থেকে এন্টিবায়োটিক পুনরায় শুরু হয়েছে। আশা করা যায় জ্বর প্রশমিত হবে। করোনাভাইরাস থেকে সেরে উঠলেও তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে কাল কিংবা পরশু হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন বলে বিডিনিউজকে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু জানান। দেশে ও বিদেশের হাজারো মানুষ তার অসুস্থতার খবরে উৎকন্ঠিত হয়েছে ও আরোগ্য কামনা করেছেন; সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে নাসির উদ্দীন ইউসুফের পরিবার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাচ্চু ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। তার নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’, ও ‘আলফা’ সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি গুদামে খাদ্যশস্য মজুদ কমেছে ৫ লাখ ৯৩ হাজার টন
পরবর্তী নিবন্ধধারাবাহিকে বেদের মেয়ে জ্যোৎস্না!