বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ কবরী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ৫ এপ্রিল তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তিনি আরও জানান, কবরীর অঙিজেন প্রয়োজন হচ্ছে। কিন্তু তাকে সাধারণ বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবন শুরুর পর ‘নীল আকাশের নিচে’’, ‘ময়নামতি’’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘সোনালী আকাশ’, ‘দীপ নেভে নাই’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়। ‘এই তুমি সেই তুমি’ নামে দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করছেন কবরী।