করোনাকালে রোগী সেবা বন্ধ রাখা দুঃখজনক : মেয়র

কুইক রেসপন্স ফ্রি মেডিকেল টিমের কার্যক্রম উদ্বোধন

| শনিবার , ১ মে, ২০২১ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেলে কর্মবিরতিতে থাকা ইন্টার্ন ডাক্তারদের মানবতার ডাকে সাড়া দিয়ে রোগী সেবার কাজে ফিরতে অনুরোধ জানিয়েছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল শুক্রবার মানবিক যুবলীগের উদ্যোগে গঠিত কুইক রেসপন্স ফ্রি মেডিকেল টিমের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, মানবিকতার শক্তির সমম্বয়েই মানবেতর পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে। করোনার ভয়ানক সংক্রমণে বিপর্যস্ত জনজীবন কবে স্বাভাবিক হবে আমরা জানি না। ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবীরা যদি কাজ না করে করোনার সংকটে মানুষের জীবন বাঁচাতে আমাদের কোন কর্মকান্ডই সফল হবেনা। এ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট বা কর্মবিরতিতে যাওয়া অনভিপ্রেত। করোনাকালে রোগী সেবা বন্ধ রাখা দুঃখজনক। কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেন, করোনাকালে মানবিক যুবলীগ নগরীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, সচেতনতামূলক প্রচারণা, খাদ্য সামগ্রী বিতরণ, অক্সিজেন সরবরাহসহ ইত্যাদি মানবিক কাজ করে আসছে। এর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিতে আমরা কুইক রেসপন্স ফ্রি মেডিকেল টিমের কাজ শুরু করেছি। চসিকের টাইগার পাশস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, কাউন্সিলর নেছার আহমদ মঞ্জু, কাউন্সিলর নুরুল আমিন, কাউন্সিলর পুলক খাস্তগীর, আবুল হাসনাত বেলাল, চট্টগ্রাম মেডিকেল বোর্ডের সদস্য স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান, আনিফুর রহমান লিটু, হ্যালো ডাক্তারের প্রধান উপদেষ্টা ডা. সজীব তালুকদার, নির্বাহী পরিচালক ইরফান কাদেরী, কোর্ডিনেটর প্রদীপ মারমা, ডা. রোজী চক্রবর্তী, প্রফেসর নুরুন্নবী পারভেজ, মো. লোকমান, মো. ইসমাইল, মারুফ আহমেদ, ইমতিয়াজ বাবলা, মো. মঈন উদ্দীন, নুরুল ইসলাম রাসেল, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, মাকসুদুল আলম জিকু, যুবায়ের হোসেন অভি, সাদ্দাম হোসেন জয়, শহীদুল ইসলাম, শাহনেওয়াজ বাপ্পী, মারুফুল ইসলাম মারুফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেট কারে মিলল ৬ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধদ্য কবীর প্রজেক্ট ও একজন শবনম ভিরমানী