করোনাকালে মানবতার সেবায় দৃষ্টান্ত রেখেছে গাউসিয়া কমিটি

মানবিক টিমের প্রতিবেদন পেশ অনুষ্ঠানে বক্তারা

| বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী মানবিক টিম কর্তৃক করোনাকালে দাফনকাফনসৎকারসহ অক্সিজেন সেবা নিয়ে প্রতিবেদন পেশ অনুষ্ঠান গতকাল শিকলবাহা আস্‌সুন্নাহ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি মানবিক টিম কর্ণফুলীর টিম লিডার মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস মুন্সি। সঞ্চালনা করেন মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, গাউসে জমান আওলাদে রাসূল (.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ কর্তৃক প্রতিষ্ঠিত মানবিক ও আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি শরিয়ত তরিকতের খেদমতের পাশাপাশি মানবসেবায়ও অনন্য ভূমিকা রাখছে। করোনাকালে গাউসিয়া কমিটি জাতি ধর্ম নির্বিশেষে সর্বমানবতার সেবার ক্ষেত্রে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করছে। ২০২০, ২০২১ এবং ২০২২ তিন বছরে গাউসিয়া কমিটি মানবিক টিম কর্ণফুলী কয়েকশত ব্যক্তিকে দাফনকাফন ও সৎকারসহ অক্সিজেন সেবা দিয়েছে। যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শিকলবাহা ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ। প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন বড় উঠান ওয়ার্ড গাউসিয়া কমিটির আহ্বায়ক মাওলানা গাজী ইসহাক, মোহাম্মদ জামাল সওদাগর, এএসএফ সদস্য মোহাম্মদ জামাল, মাওলানা আবুল কাশেম, মোহাম্মদ তৈয়ব হোসেন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মঞ্জুর আলম, আসসুন্নাহ ফাউন্ডেশন কর্ণফুলীর সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির মানবিক টিম কর্ণফুলীর গণযোগাযোগ সম্পাদক মো. নুরুল আবসার, মোহাম্মদ খোরশেদ আলম, মো. লোকমান হোসেন রানা, মো. হাসান মুরাদ, মোহাম্মদ মীর আহমদ, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ ইসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির প্রথম সভা
পরবর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা সহকারী শিক্ষক কল্যাণ পরিষদের সম্মেলন