করোনাকালে বাচ্চাদের মোবাইল আসক্তি

ফাতিমা ইয়াসমিন | শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। প্রায় পনেরো মাস হয়ে গেল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ আছে। ইট-পাথরের আধুনিক শহুরে জীবন যাত্রায় খেলার মাঠের সংকীর্ণতার কারণে বাচ্চাদের স্বাভাবিক খেলাধুলা অনেকটাই ব্যাহত ছিলো। শুধু স্কুল কোচিং ভিত্তিক সীমিত পরিসর ও গৃহবন্দী জীবনে খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় অনেক আগে থেকেই ভিডিও গেমস, কম্পিউটার গেমস, মোবাইল, ল্যাপটপ এসবের দৌরাত্ন্য ছিলো। সাম্প্রতিক সময়ে করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়া এবং লকডাউনের কারণে টানা কয়েকমাস সকল স্কুল কলেজ বন্ধ থাকায় এর বিরূপ প্রভাব কোমলমতি শিশুদের উপর পড়ছে। তাদের স্বাভাবিক জীবন যাপন, দৈনন্দিন পড়াশোনা ব্যাহত তো হচ্ছেই, সেই সাথে হাতে পাওয়া অফুরন্ত সময়ের গৃহবন্দী জীবনে বাচ্চাদের আগের তুলনায় অতিমাত্রায় মোবাইল ফোনের প্রতি আসক্তি বেড়েছে। দিন কে দিন এই আসক্তি যেন চরম আকার ধারণ করছে। ঘরে ঘরে ওয়াইফাই লাইনের সহজপ্রাপ্যতা ও হাতের নাগালে স্মার্টফোনের সহজ ব্যবহারে বাচ্চাদের এই আসক্ততা বেড়েই চলেছে। বাসায় মা-বাবা থেকে শুরু করে বয়স্ক কারো মোবাইল ফোন হাতের কাছে পেলেই তারা মোবাইলে গেমস খেলার জন্য বায়না করে। যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে, তারাও দিনের বেশিরভাগ সময়ে সেগুলো নিয়েই ব্যস্ত থাকে। এতে করে বাচ্চাদের প্রতিদিনকার মূল্যবান সময় অপচয়ের পাশাপাশি তাদের দৈহিক স্থূলতা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি মানসিক উন্নতিও ব্যাহত হচ্ছে। এর আশু প্রতিকারস্বরূপ অভিভাবকদের সচেতন হওয়া যেমন জরুরি, তেমনি বাচ্চাদের গৃহস্থালি বিভিন্ন কাজকর্মের পাশাপাশি সৃষ্টিশীল ও আনুষঙ্গিক বিভিন্ন কাজেও ব্যস্ত রাখা দরকার।

পূর্ববর্তী নিবন্ধফুটবলের নান্দনিকতা উপভোগ করুন
পরবর্তী নিবন্ধআমরা দুজন