আঁরা চাটগাঁইয়া সংগঠনের উদ্যাগে গতকাল শনিবার বিকেলে নগরীর এশিয়ান এস আর হোটেলের সম্মেলন কক্ষে করোনাকালে সংগঠনের প্রয়াত সদস্য আফতাবুর রহমান শাহিন, ঈসা মোহাম্মদ দুলাল, মোহাম্মদ নাজের, আমির আলী পারভেজ স্বরণে এক স্মরণসভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. বখতিয়ার আহমেদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বাইশ মহল্লার সর্দার ইউসুফ সর্দার। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, দানু মিয়া, এরশাদুর রহমান, তারেক সর্দার, নুরুল আমীন, মোহাম্মদ হোসেন, নুর আলমগীর, আবদুল কাইয়ুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।