করোনায় মারা যাওয়া মানুষের দাফন ও সৎকার অব্যাহত রেখেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা। গত ১৪ জুন পর্যন্ত এই সংগঠনটি সারা দেশে দুই হাজার ৯৮৫ জন নারী-পুরুষের লাশ দাফন ও সৎকার করেছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলা ও উপজেলায় করেছেন ২ হাজার ৫০৩ জনের। এর মধ্যে রয়েছে ৩৫ জন মুক্তিযোদ্ধা, ১৯ অজ্ঞাতনামা ব্যক্তি। সূত্রে জানা যায়, এই সংগঠনের ৪ হাজার স্বেচ্ছাসেবী করোনাকালে লাশ দাফন ও সৎকারে কাজ করছেন। এর মধ্যে শুধু চট্টগ্রামে স্বেচ্ছাসেবক রয়েছেন ৩ হাজার। রাউজানের রয়েছেন ১শ স্বেচ্ছাসেবী। গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ারের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা রাত-দিন সেবাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন উত্তর জেলার শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবির চৌধুরী। তিনি জানান, সর্বশেষ গত ১৫ জুন সকালে সংগঠনের স্বেচ্ছাসেবীরা লাশ দাফন করেছেন মীরসারাই উপজেলার এক নারীর। নারীদের লাশ গোসল দেওয়ার জন্য রয়েছে সংগঠনের প্রশিক্ষিত নারী স্বেচ্ছাসেবী। তারা যখন যেখান থেকে ডাক পাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মতে সেখানে ছুটে যাচ্ছেন। সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে শ্বাসকষ্টে থাকা মানুষকে অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছেন গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবীরা। যাদের অক্সিজেন সাপোর্ট দরকার তাদের ঘরে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছেন।