করোনাকালে কোয়ান্টামের কার্যক্রম প্রশংসনীয়

হালিশহর বিডিআর মাঠে উন্মুক্ত মেডিটেশনে বক্তারা

| শনিবার , ১৯ জুন, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

কোয়ান্টম ফাউন্ডেশন হালিশহর শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সর্বস্তরের মানুষের জন্যে উন্মুক্ত মেডিটেশনের আয়োজন করা হয়। হালিশহরের বিডিআর মাঠে কোয়ান্টাম আর্ডেন্টিয়ার, আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে উন্মুক্ত কোয়ান্টাম সভায় সভাপতিত্ব করেন হালিশহর শাখার পরিচালক আনোয়ারুল হক শামীম। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার নুরুল হক ও আর্ডেন্টিয়ার মোহাম্মদ গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্গানিয়ার আনিসুর রহমান ও গোলাম রহমান, আর্ডেন্টিয়ার মোহাম্মদ মহিউদ্দিন, নাজমুন নাহার প্রমুখ। কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারীর কন্ঠে বিশ্ব মেডিটেশন দিবসের শুভেচ্ছা বাণী শোনানো হয়। প্রায় দেড় শতাধিক মানুষ একসাথে যৌথ মেডিটেশনে সমবেত হয়। অসুস্থ-অসহায় মানুষসহ দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় মেডিটেটিভ লেভেলে। অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাকালে কোয়ান্টাম যেভাবে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছে তা সত্যি প্রশংসনীয়। দীর্ঘ ৩০ বছর কোয়ান্টাম প্রাতিষ্ঠনিকভাবে সৃষ্টির সেবায় কাজ করছে। কোয়ান্টাম দেশে বিদেশে মানুষকে উদ্বুদ্ধ করছে মেডিটেশনে আগ্রহী করে তুলতে। যাতে প্রত্যেক মানুষ শারীরিক মানসিকভাবে ভালো থাকতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিনা রানী বড়ুয়া
পরবর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদের অগ্নিদুর্গতদের মাঝে আর্থিক সহায়তা