সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের প্রচার সম্পাদক প্রীতম বড়ুয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, সাংগাঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন ও সংগঠক সাকিব।
সমাবেশে বক্তারা করোনাকালে শিক্ষা ধ্বংসের অপতৎপরতা বন্ধ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ফি মওকুফ করার এবং স্বচ্ছ, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেওয়ার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।