করোনাকালীন মনের অভিব্যক্তি

শিউলি চৌধুরী | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

কারো চোখে ঘুম নেই, যত রাত হয় তত সবাই যেনো রাতকে পাহারা দেয়, রাত এত গভীর হয় কেন? সত্যি কেউ আমরা জানি না, মনে হয় রাতের পরে সূর্য উঠবে তাই সবাই প্রতীক্ষমান। প্রতিটি মানুষের একটা জীবন আছে, এখন চলছে জীবনের কঠিন এক সময়, এজন্য কঠিন যে, প্রকৃতিতে দূষিত বাতাস ছড়িয়ে দিলো করোনা নামক ভাইরাস।এই করোনা হলো এখন আমাদের জীবনে অন্ধকারময় রাত। এই রাত কখন ফুরাবে সবারই অজানা। জীবন এবং সময়ের প্রয়োজনে আমরা সবাই আতঙ্কগ্রস্ত। কেউ আর লাশ গুনতে পারছে না। তবুও তো বুকে পাথর বেঁধে চিরবিদায় জানাচ্ছে ভাই- বোন, আত্মীয় -স্বজন, বন্ধু – বান্ধব সবাইকে। ধনী- গরীব কেউ রেহাই পাচ্ছে না। কি হবে শেষ পর্যন্ত? পৃথিবীর এ অসুখ কখন যে সারবে, আবার পৃথিবী কবে সুস্থ হবে কিছুই তো জানি না। এ সংকটময় রাতের পরে কি সত্যি আমরা আগের জীবনে ফিরে যেতে পারব? সব উত্তর আজ ধোঁয়াটে। তবুওতো মানুষ আশায় বুক বাঁধে, কথায় বলে- সংসার সাগরের দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা।” জীবনের কালো রাত দূর হোক আমরা যেনো এ যুদ্ধ জয় করতে পারি এটাই কামনা করছি। সবাই যার যার ঘরে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করুন।

পূর্ববর্তী নিবন্ধআর নয় লকডাউন: চাই বিকল্প পদ্ধতি
পরবর্তী নিবন্ধসারাজীবন বাবা সংগ্রাম করেছেন, সুখ দেখে যেতে পারলেন না