করোনাকালীন সরকারিভাবে প্রণোদনা দাবি করেছেন চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম শহরে ৩৫০টিরও বেশি আবাসিক হোটেলে ৩৫ হাজার কর্মচারী কর্মরত আছেন। গত ৫ এপ্রিল থেকে লকডাউনের কারণে আবাসিক হোটেলগুলো বন্ধ থাকা সত্ত্বেও সরকারি ভ্যাট, সিটি কর্পোরেশন ট্যাক্স, ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ বিল, ইনকাম ট্যাক্স, কর্মচারীদের বেতনসহ অন্যান্য সরকারি ফি দিতে হচ্ছে। গত বছরও প্রায় ৩ মাস বন্ধ থাকার পরও আমরা সকল প্রকার সরকারি ফি প্রদান করেছি। কোথাও কোনো সংস্থায় আমাদের এক টাকাও মওকুফ করেনি। সরকারিভাবে কোনো প্রণোদনা পাইনি। চট্টগ্রাম আবাসিক হোটেল খাতকে সচল রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম সিটি মেয়রের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।