করোনাকালীন দৈনিক জমা অর্ধেক করার দাবি

অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভা

| সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের এক জরুরি সভা গতকাল রবিবার ইউনিয়নের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় চৌমুহনীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ বিপ্লব, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোলায়মান, অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আলম, ইমরান হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন পরিবহণ বন্ধ ছিল। এখন আবারো সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সরকারী-আধাসরকারী অধিকাংশ প্রতিষ্ঠান অর্ধেক জনবল দিয়ে অফিস চালু রেখেছে। যার ফলে যাত্রী সংখ্যা খুবই কম। এ সময়ে দৈনিক জমা ৯০০ টাকা দিতে চালকদের শুধু কষ্ট হচ্ছে তা নয় বরং চালকরা সারাদিন কঠোর পরিশ্রম করার পর মালিকের জমা দিয়ে খালি হাতে ঘরে ফিরছেন। উপরোক্ত বিষয় বিবেচনা করে দৈনিক জমা অর্ধেক তথা ৫০০ টাকা নেয়ার মাধ্যমে চালকদের প্রতি সদয় হওয়ার জন্য মালিকদের প্রতি আহবান জানান বক্তারা। সভায় সভাপতি হাজী কামাল উদ্দিন দৈনিক জমা অর্ধেক করে সংকটময় সময়ে শ্রমজীবি মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিবহন মালিকদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইয়াকুবিয়া ফরিদিয়া খেদমত কমিটির পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানকে জরিমানা