দৈনিক আজাদীতে প্রকশিত ‘কখনও দিনে, কখনও রাতে চলছে পাহাড় কাটা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর সরজমিনে অনুসন্ধান চালিয়ে ৬ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামী করে পরিবেশ অধিদপ্তর মামলা রুজু করেছে। গত ১০ আগস্ট প্রকাশিত উক্ত প্রতিবেদনের প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর অভিযুক্তদের তলব করে শুনানি করা হয়। শুনানিতে হাজির হয়ে অভিযুক্ত ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। কিন্তু পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর পুনরায় অধিকতর তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার আদেশ প্রদান করে।
উক্ত আদেশের প্রেক্ষিতে গতকাল মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের গুচ্ছ গ্রামের সামনেরখিল এলাকায় রিপন ও রুবেলের বাড়ী সংলগ্ন এলাকা পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তর। সরজমিনে পরিদর্শনকালে পাহাড় ও টিলা কেটে বসতবাড়ি নির্মাণ ও মাটি বিক্রি করার ঘটনা ধরা পড়ে। ঘটনায় মোহাম্মদ রিপন, রুবেল, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মাসুদ ও আলমগীরের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামী করে মীরসরাই থানায় একটি মামলা রজু করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলাটি রুজু করেন।
        











