মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে এক বসতঘর। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ পশ্চিম অলিনগর গ্রামের মাহাজন পাড়ার মিন্টু মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এছাড়া গোয়ালঘরে থাকা ২টি গরু আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ঘরের মালিক।