করুণারত্নের প্রথম ডাবল সেঞ্চুরি

| রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

আলোর স্বল্পতার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ না থাকলে আরও আগেই হয়তো ডাবল সেঞ্চুরির দেখা পেয়ে যেতেন দিমুথ করুণারত্নে। তবে অল্প সময়ের ওই বিরতির পর আর দেরি করেননি লঙ্কান অধিনায়ক। তৃতীয় সেশনের সপ্তম ওভারের প্রথম বলেই তাসকিন আহমেদের বলে বাউন্ডারি হাঁকান করুণারত্নে। আর তাতে টেস্ট ক্যারিয়ারের আগের সর্বোচ্চ ইনিংসকে (১৯৬) ছাড়িয়ে যান তিনি। ৪র্থ দিন শেষে ২৩৪ রানে অপরাজিত আছেন করুণারত্নে। দিনের শুরুর দিকে সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা করুণারত্নে। এটি তার টেস্ট ক্যারিয়ারের একাদশ, অধিনায়ক হিসেবে তৃতীয় এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ কুমারার
পরবর্তী নিবন্ধশচীনের জন্মদিনে প্লাজমা দানের ঘোষণা