করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ

বায়েজিদ থানা যুবদলের সভায় নেতৃবৃন্দ

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পথ ধরেই বিএনপি এখন একটি গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংকল্প নিয়েছে। দেশের স্বাধীনতাসার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। সংবিধানের পরিবর্তন কিংবা সংশোধন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই তা করতে হবে। দেশের স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে, করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি।

তিনি গতকাল শুক্রবার বিকাল ৪টায় বায়েজিদ বোস্তামী থানা যুবদলের উদ্যোগে শেরশাহ কলোনি ডা. মজহারুল হক হাই স্কুল প্রাঙ্গণে আগামী ১০ মে পলোগ্রাউন্ড ময়দানে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে মহানগরীর প্রতিটি থানায় থানায় প্রস্তুতি সভার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বায়েজিদ বোস্তামী থানা যুবদলের সাবেক আহবায়ক অরূপ বড়ুয়ার সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবিভিন্ন সমস্যা আসবে, সেগুলো মোকাবিলা করতে হবে