করাচিতে বিস্ফোরণে নিহত ১০

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে এক বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার নগরীর প্রাচ্য চক এলাকার কাছে ঘটনাটি ঘটেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর বিডিনিউজের। অতিরিক্ত পুলিশ সার্জন ডা. কারার আব্বাসি জানান, করাচির ডা. রুথ ফাও হাসপাতালে এ পর্যন্ত আটটি মৃতদেহ আনা হয়েছে। পুলিশ কর্মকর্তা জাফর আলী শাহ্‌ জানান, একটি বেসরকারি ব্যাঙ্কের ভবনের নিচ দিয়ে যাওয়া নালায় বিস্ফোরণটি ঘটেছে। নালাটি যাতে পরিষ্কার করা যায় তার জন্য ব্যাংকটিকে ওই প্রাঙ্গণ খালি করার নোটিশ দেওয়া হয়েছিল।তিনি আরও জানান, বিস্ফোরণে ব্যাংক ভবনটির পাশাপাশি নিকটবর্তী পেট্রল পাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভবনটির নিচের নালায় জমা গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটেছে, এমনটি সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তা। এর আগে এক বিবৃতিতে সিন্ধু রেঞ্জার্স জানায়, কর্মকর্তারা বিস্ফোরণ স্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডের কড়া নিয়মে অস্বস্তিতে ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধআমাজনকে ২শ কোটি রুপি জরিমানা ভারতের