করাচিতে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিচ্ছে বানৌজা সমুদ্র জয়

আনুষ্ঠানিকতায় চট্টগ্রাম বন্দর ত্যাগ

| সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে অনুষ্ঠেয় ‘এক্সারসাইজ আমান ২০২৫’ এ অংশগ্রহণের উদ্দেশ্যে গতকাল রোববার বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ চট্টগ্রাম নৌবাহিনী জেটি ত্যাগ করেছে। জাহাজটি চট্টগ্রাম ত্যাগকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়।

এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। খবর বাসসের। এর আগে বিদায়ী অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এক্সারসাইজ আমান ২০২৫’ এ বিশ্বের বিভিন্ন দেশসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজসমূহ অংশগ্রহণ করবে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ সর্বমোট ২৭৪ জন নৌ সদস্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গী বাজারে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধআজ কাগতিয়া দরবার শরীফে সালানা ওরছে গাউছুল আজম (রা.)