মা গিয়েছে খালার বাড়ি
ফিরবে না আজ তাড়াতাড়ি
তাইতো আমি – আপা মিলে
নামি গিয়ে পাশের ঝিলে।
ঝিলে ফোটা শাপলা ফুল
তুলে নিতে হয় না ভুল।
শাপলা ফুলের ডগা খাই
আস্তে ধীরে বাড়ি যাই।
বাড়ি গিয়ে করবো কী
তা নিয়ে আর ভাবিনি।
দিনটাই আজ ভাবনাহীন
মনে খুশি বাজে বীন।