করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি আবছারের জামিন মঞ্জুর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ ডিসেম্বর, ২০২২ at ৫:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিমের উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য রাখার অভিযোগে দায়ের করা মামলায় সম্প্রতি করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। গতকাল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জামিন সংক্রান্ত উচ্চ আদালতের কাগজপত্র যাচাই বাছাই করে তাকে মুক্তি দেন। চট্টগ্রাম কারাগারের জেলার মো. এমরান হোসেন মিয়া আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নুরুল আবছার উচ্চ আদালত থেকে জামিন পেলে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ২৮ নভেম্বর উচ্চ আদালতের ৬ সপ্তাহের জামিন শেষে আত্মসমর্পণ করলে নুরুল আবছারকে কারাগারে পাঠায় চট্টগ্রামের ট্রাইব্যুনাল। সিটি মেয়র রেজাউল করিমের উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য রাখার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর নগরীর চান্দগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী দুলাল।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর মাদারবাড়িতে অনুষ্ঠিত সমাবেশে নুরুল আবছার সিটি মেয়রের উদ্দেশে ‘মানহানিকর ও হুমকিমূলক’ বক্তব্য দিয়েছেন। মেয়রকে উদ্দেশ্য করে তুইতোকারি সম্বোধন করা হয়। মেয়রকে উদ্দেশ্য করে বলেছেন, ‘সাবধান হয়ে যাও তুমি, তোমাকে সাবধান বাণী দিচ্ছি, সাবধান হয়ে যাও।

উল্টাপাল্টা কথাবার্তা বললে তোমাকে এই চট্টগ্রাম ছেড়ে চলে যেতে হবে। আসামি নুরুল আবছারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হওয়ায় একজন প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত নির্বাচিত জনপ্রতিনিধি তথা চসিক মেয়রের চরম মর্যাদাহানী হয় উল্লেখ করে এজাহারে বলা হয়, এতে মেয়রের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে। চসিকের সুনামও ক্ষুন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ৭৮৪ বীর মুক্তিযোদ্ধার জন্য ‘বীর নিবাস’
পরবর্তী নিবন্ধসয়াবিনের লিটার ১৬৭, পাম তেল ১১৭ টাকা নির্ধারণ