করণিকের ভুল, ১২ বছর পর পেলেন সংশোধনকৃত খতিয়ান

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

করণিকের ভুলে জটিলতায় পড়লেও অবশেষে সংশোধনকৃত নামজারি খতিয়ান পেয়েছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ জাহাঙ্গীর আলম। গত বৃহস্পতিবার পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান তার হাতে খতিয়ান তুলে দেন।
মিজানুর রহমান বলেন, জাহাঙ্গীর আলম তার ২৪ একর জমির নামজারি খতিয়ান (ভুল) সংশোধন করার জন্য একটি মিস মামলা দায়ের করেন। যেটি নিষ্পত্তি হয়নি। বিষয়টি তিনি জেলা
প্রশাসককে জানিয়েছেন এবং নিষ্পত্তির জন্য আবেদন করেন। এরই ধারাবাহিকতায় বৃদ্ধের মিস কেসটি নিষ্পত্তি করা হয়।
তিনি বলেন, বর্তমান সরকার ভূমি সেবা নিয়ে নানা উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করে। ২০২১ সালে খতিয়ানের ভুল মাঠপর্যায়ে সংশোধন বা রেকর্ড সংশোধন সংক্রান্ত পরিপত্র জারি হয়। বর্তমানে এর সুফল ভোগ করছে সাধারণ মানুষ। ভুক্তভোগী আবেদন দাখিলের ১৫ দিনের মধ্যে ভূল সংশোধন করে খতিয়ান হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের জানুয়ারিতে নগরের পতেঙ্গা সার্কেল ভূমি অফিসে একটি মিস কেস মামলা করেন জাহাঙ্গীর আলম। পরে করণিকের ভুলের কারণে তার মামলাটি আটকা পড়ে।

পূর্ববর্তী নিবন্ধ২০ লাখ ইয়াবা উদ্ধার মামলায় ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী কিশোর আটক