কয়েকদিন সাগরে ভেসে ইন্দোনেশিয়ায় দুই শতাধিক রোহিঙ্গা

| মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৯:১১ পূর্বাহ্ণ

কয়েকদিন নৌকায় করে সাগরে ভেসে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে পৌঁছেছে দুই শতাধিক রোহিঙ্গা। ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা সোমবার এতথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ায় পাড়ি দেওয়া রোহিঙ্গাদের সংখ্যা বাড়তে থাকার মধ্যে নতুন করে রোহিঙ্গারা সেখানে পৌঁছল। খবর বিডিনিউজের।

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমরা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জনগোষ্ঠী। তারা প্রায়ই বিপজ্জনক ভাবে নৌ পথ ব্যবহার করে শরণার্থী শিবির থেকে পালিয়ে থাইল্যান্ড বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় আশ্রয় নেয়। সাধারণত অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে সাগর পথে রোহিঙ্গারা এই দেশগুলোতে পাড়ি জমায়।

কারণ, তখন সাগর শান্ত থাকায় চলাচল কিছুটা ঝুঁকি মুক্ত হয়। আচেহর মৎস্যজীবী সমপ্রদায়ের প্রধান মিফতাচ জুত আদেক রয়টার্স কে জানান, রোববার সন্ধ্যায় দুই শতাধিক রোহিঙ্গা ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা দ্বীপের পশ্চিম আচেহর পশ্চিম পিউরুলাক অঞ্চলে পৌঁছেছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, সংস্থাটি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং তাদের দল সোমবার পশ্চিম পিউরেলাকের উদ্দেশে রওনা হচ্ছে। রয়টার্স লিখেছে, গত বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পাঁচ শতাধিক রোহিঙ্গা নৌকায় করে ইন্দোনেশিয়ায় পৌঁছেছিল। ওদিকে, প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থী শিবিরে বাস করছে। একে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি বিশ্বের সবচেয়ে বড় মানবিক শরণার্থী শিবির বলে অভিহিত করেছেন।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে তাদেরকে দক্ষিণ এশিয়া থেকে আসা বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হয়। তাদের নাগরিকত্ব দেওয়া হয় না। বরং উল্টে নির্যাতন করা হয়। ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দুই হাজারেরও বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। এটা গত চার বছরের মোট আশ্রয়প্রার্থীর চেয়ে বেশি।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি হলে মুক্তি পেতে পারে হামাসের হাতে বন্দি ৩৪ জিম্মি
পরবর্তী নিবন্ধপটিয়ায় বালু উত্তোলনের দায়ে জরিমানা, তিন ট্রাক জব্দ