ফিফা উইন্ডো কাজে লাগিয়ে আগামী সেপ্টেম্বরে দুটি ম্যাচ খেলার বন্দোবস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই বাংলাদেশ খেলবে প্রতিপক্ষের মাঠে গিয়ে।
এ দুটি ম্যাচ সামনে রেখে অগাস্টের শেষে দিকে আবাসিক ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।