কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ফুটবল দল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে কম্বোডিয়ায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে গতকাল কম্বোডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব টিফি আর্মির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ম্যাচটিতে তারা জয় পেয়েছে ১০ গোলে। কম্বোডিয়ার নমপেনের আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়সূচক গোলটি করেছেন মোহাম্মদ সোহেল রানা। এই জয়ে সাফের আগে প্রস্তুতির শুরুটা ভালোই হলো বাংলাদেশের। খেলার প্রথমার্ধে শুরু থেকে ভালো খেলছিল বাংলাদেশ দল। ১২ মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধে আরো কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সে গুলো কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই গোল করার চেষ্টা করে। কিন্তু গোলের দেখা পাওয়া যায়নি। লিড রেখে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। তবে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়েন জামালরানারা। এই প্রস্তুতি ম্যাচের পর কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের একটি প্রীতি ম্যাচ রয়েছে। আর সে ম্যাচটি হবে ১৫ জুন। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে ভারতে পাড়ি দেবেন জামাল ভূঁইয়ারা। সেখানে আগামী ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। এদিকে বাংলাদেশ দলের দুই সদস্য বিশ্বনাথ ঘোষ এবং ইসা ফয়সাল ভিসা জটিলতায় এখনও কম্বোডিয়া পৌঁছাতে পারেননি। তবে শেষ পর্যন্ত গত রাতে তারা কম্বোডিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস আরচ্যারী লিগ আজ শুরু
পরবর্তী নিবন্ধবড়ো জয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের