কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৩৫ পূর্বাহ্ণ

এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে এবার সেরা প্রাপ্তির সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছে বন্যা আক্তারহিমু বাছাড়কে নিয়ে গড়া লালসবুজের দল। জাতীয় স্টেডিয়ামে বুধবার সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ান জুটিকে ১৫৮১৫৩ (৩৭৩৯, ৩৮৩৯, ৩৯৪০, ৩৯৪০) ব্যবধানে হারায় বাংলাদেশ। ভূটানকে ১৫৪১৪৮ স্কোরে হারিয়ে এই ইভেন্টের এলিমিনেশন রাউন্ড শুরু করা বাংলাদেশ কোয়ার্টারফাইনালে মুখোমুখি হয় ইরানের। সেখানে ১৫৪১৫৪ সমতার পর টাইব্রেকারে ১৯১৮ ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয়ে বাংলাদেশ। এরপর সকালের সেশনে মুখোমুখি হয় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। সেখানেও বাজিমাত করে বন্যাহিমু জুটি। বৃহস্পতিবার স্বর্ণ পদকের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালের টিকেট পাওয়া হিমু বাছাড়া বলেন, ‘ফাইনালে উঠেছি, এটা আমাদের দুজনের জন্যই আনন্দের। এর আগে আমরা তিন থেকে চারটা আন্তর্জাতিক ইভেন্ট খেলেছি একসাথে, কিন্তু কোনো পদক ছিল না। এই প্রথম আমরা ফাইনালে উঠলাম। ভালো করার লক্ষ্য আমাদের। সবসময় চেষ্টা ছিল দেশের জন্য কিছু করার।’ বন্যা আক্তার বলেন, ‘আমাদের এ পর্যন্ত তেমন কোনো ভালো ফল হয়নি। আশা করি, এবার হবে। সবশেষ ২০২৪ সালে ভূটানে ব্যক্তিগত ইভেন্টে রূপা পেয়েছিলাম। জাতীয় দলে নয় বছর ধরে আছি। আশা করি, এবার ভালো কিছু হবে।’

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধবিপিএল আসরের নিলাম ২৩ নভেম্বর