কমেছে সবজির দাম

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় নগরীর খুচরা বাজারগুলোতে কমছে সবজির দাম। প্রতিদিন ভোরে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রেয়াজুদ্দিন বাজারের পাইকারি আড়তে প্রবেশ করছে সবজিবাহী ট্রাক। গত এক সপ্তাহের ব্যবধানে নগরীর সবজির বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। তবে আলুর দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।
সবজির আড়তদাররা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে উত্তরাঞ্চলীয় জেলার পাশাপাশি নগরীর বাজারগুলোতে চন্দনাইশ, বাঁশখালী, সীতাকুণ্ড, হাটহাজারী ও ফটিকছড়ি থেকে প্রচুর সবজি আসছে। গতকাল নগরীর কাজীর দেউড়ি ও চকবাজার কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রীষ্মকালীন সবজি কাকরল কেজিতে ১০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এছাড়া শসা ১০ টাকা কমে ৫০ টাকা, পটল ১০ টাকা কমে ৪০ টাকা, চিচিঙ্গা ১০ টাকা কমে ৪০ টাকা, মুলা ২০ টাকা কমে ৬০ টাকা, ঝিঙা ১০ টাকা কমে ৪০ টাকা, তিতা করলা ২০ টাকা কমে ৬০ টাকা, লাউ ১০ টাকা কমে ৪০ টাকা, বেগুন ১০ টাকা ৫০ টাকা, বরবটি ২০ টাকা কমে ৬০ টাকা, শিম ৪০ টাকা কমে ১২০ টাকা, পেপে ১০ টাকা ৩০ টাকা, টমেটো ২০ টাকা ১০০ টাকায়য় বিক্রি হচ্ছে। তবে আলুর দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
নগরীর কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, গত কয়েক সপ্তাহ যাবত আগের তুলনায় সবজির সরবরাহ বেড়েছে। ফলে সবজির দাম কমছে। সরবরাহ বাড়লে দাম কমে যাবে এটাই স্বাভাবিক। কাঁচাপণ্যের বাজার আসলে চাইলে কেউ মজুদ করে রাখতে পারে না।
এম এম ইলিয়াছ উদ্দিন নামের একজন ভোক্তা জানান, সবজির বাজার আগের চেয়ে কিছুটা কমেছে। তবুও এটা কম বলা যায় না। এখনো অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

পূর্ববর্তী নিবন্ধবাবার বঁটির কোপে প্রাণ গেল গর্ভের শিশুর
পরবর্তী নিবন্ধকয়েন দিয়ে টাওয়ার গিনেস বুকে আয়মান