কমেছে শতভাগ পাসের প্রতিষ্ঠান

শূন্য পাসের প্রতিষ্ঠান একটিও নেই

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল মোট ১ হাজার ১০৭টি। এর মধ্য থেকে ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবার। বোর্ডের তথ্য অনুযায়ীশতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় এবার ২৬টি কমেছে। গতবার শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৭১টি। এর আগের বছর (২০২১ সালে) শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল ৫৪টি। ২০২০ সালে ছিল ৫০টি। ২০১৯ সালে ছিল ৩০টি। ২০১৮ সালে শতভাগ পাস করে ২৭টি প্রতিষ্ঠান থেকে। ২০১৭ সালে মোট ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করে। এর আগের বছর (২০১৬ সালে) শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৮টি। এদিকে, একজনও পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠান একটিও নেই এবার। এর আগের ৫ বছরও শূন্য পাসের প্রতিষ্ঠান একটিও ছিল না। তবে ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশের কম শিক্ষার্থী পাস করেছে এবার। বাকি সব প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের ঊর্ধ্বে।

পূর্ববর্তী নিবন্ধনভেম্বরের মধ্যে স্কুলের পরীক্ষা শেষ করার পরিকল্পনা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে কোভিডে একজনের মৃত্যু, দেশে শনাক্ত ৬১