ডলারের ওপর চাপ কমে এসেছে। আগে অধিকাংশ ব্যাংক গ্রাহকের চাহিদা মতো ডলার সরবাবহ করতে পারতো না। এ ঘাটতি এখন আর নেই। ৬০ বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ৩৯টিই নিজেদের প্রয়োজন মতো ডলার সরবারহ করতে পারছে। ফলে এলসি খোলাসহ তারা নিজেদের চাহিদা পূরণ করতে পারছে। বাকি ২১টি ব্যাংক চাহিদা পূরণ করতে পারছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সহকারী মুখপাত্র সাঈদা খানম উপস্থিত ছিলেন। দেশের ডলার সংকট নিরসনে গৃহীত পদক্ষেপ জানানোর জন্য এ সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক। খবর বাংলানিউজের।
মুখপাত্র বলেন, বাফেদা রপ্তানি–রেমিট্যান্স ও আমদানি সব ক্ষেত্রেই ডলারের দাম ৫০ পয়সা কমিয়েছে। এতে করে ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার মান বাড়বে। যেটা এতদিন ছিল উল্টোমুখী। আমদানি কমে যাওয়ার কারণে ডলার চাহিদা কমে এসেছে এবং আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে বিল পরিশোধের চাপ অতি নগণ্যতে নেমে আসবে।
তিনি বলেন, দেশের ডলার খরচের মূল খাত হলো দুটি। একটি হলো, আমদানি মূল্য পরিশোধ করা এবং অন্যটি হলো সেবামূল্য পরিশোধ। দুই জায়গাতেই আমরা চাহিদা কমাতে সক্ষম হয়েছি। এরই মধ্যে আমাদের ডলার পরিশোধের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে মাসিক ডলার পরিশোধ নেমে ৪৯ মিলিয়ন ডলারে পৌঁছাবে। কারণ আমরা এরই মধ্যে বেশ কিছু পণ্য আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করেছি। পাশাপাশি এখন দীর্ঘমেয়াদি ঋণপত্র খোলার হার কমে গেছে। ব্যবসায়ীরা এখন যেসব ঋণপত্র খুলে তার বেশিরভাগই তাৎক্ষণিকভাবে। তাই খুব অল্প সময়ের মধ্যেই ডলার সংকটের পাশাপাশি দেশের মূল্যস্ফীতি ও নিয়ন্ত্রণে চলে আসবে। আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নেমে আসবে।