কমিশনের প্রস্তাব নাকচ, পরীক্ষা বন্ধ থাকবে ২ দিন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে পরীক্ষা স্থগিত নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তাব নাকচ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর। দপ্তর থেকে শুধু দুই দিন পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাকি দিন ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে।

গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞাপ্তিতে বলা হয়, চাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করা সংক্রান্ত ভিন্ন প্রস্তাব থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধান অনুযায়ী উল্লিখিত নির্বাচনে শুধু নির্বাচনের দিন এবং তার পরের দিন (১৫ ও ১৬ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত থাকবে।

এর আগে, গত মঙ্গলবার প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত (শুক্র ও শনিবারসহ) পরীক্ষা স্থগিতের প্রস্তাব দেওয়া হয়। পরে সপ্তাহব্যাপী পরীক্ষা স্থগিত রাখার এ সিদ্ধান্তে শিক্ষার্থী ও প্রার্থীরা আপত্তি জানান। যার কারণে প্রশাসন পুনরায় এই সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধমনোনয়ন প্রত্যাহার করলেন ২০ প্রার্থী, ৪ জনের প্রার্থিতা বাতিল